Saturday, October 26, 2019

সূরা মসজিদ ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন

No comments:

সূরা মসজিদ ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন


স্থাপত্য ঐতিহ্যের এক দৃষ্টিনন্দন অপরূপ নিদর্শন ঘোড়াঘাটের সূরা মসজিদ। মসজিদটি ঘোড়াঘাট থেকে প্রায় পাঁচ মাইল পশ্চিমে এবং হিলি থেকে প্রায় ১২ মাইল পূর্বে হিলি-ঘোড়াঘাট সড়কের উভয় পাশে চরগাছো  মৌজায় অবস্থিত। মসজিদটি কেউ বলে সূরা মসজিদ আবার কেউ বলে সুজা মসজিদ। মসজিদটির নাম সূরা বা সুজা কেন হলো তা আজও কোনো গবেষক উদঘাটন করেননি। এখানে মসজিদটির নাম সূরা বা সুজা হওয়ার কোনো সঠিক উপকরণও নেই। তবে মসজিদটির নির্মাণশৈলী দেখে অনেক গবেষক অনুমান করেছেন যে মসজিদটি হোসেন শাহী আমলে নির্মিত। গবেষক আকামো যাকারিয়া ও সৈয়দ মাহামুদুল হাসান গৌড়ের লটন ও কুসুম্বা, সুনিয়া দীঘি মসজিদের গঠনশৈলীর বর্ণনা অনুযায়ী এটি সুলতানী আমলে এবং হোসেন শাহী আমলে নির্মিত বলে একমত পোষণ করেছেন।



সমপ্রতি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রোখসানা বেগম পুকুর পাড়ে বসার জন্য একটি বাঁধাই করা ঘাট নির্মাণ করে দিয়েছেন। দীঘির ঘাট থেকে প্রায় একশ’ ফুট দক্ষিণ-পশ্চিমে দীঘির দক্ষিণ পাড়ের পশ্চিম অংশে দক্ষিণ দিকে এবং সদর সড়কের উত্তরদিক বরাবর প্রায় চার ফুট উঁচু একটি সমতল প্ল­াটফর্ম রয়েছে। প্লাটফর্মের পশ্চিম ভাগই সুলতানী বাংলার দৃষ্টিনন্দন অনন্য স্থাপত্য সূরা মসজিদ অবস্থিত। মসজিদটির একটি বর্গাকার একগম্বুজবিশিষ্ট নামাজ কক্ষ এবং পূর্ব ভাগে ছোট তিনগমু্বজবিশিষ্ট একটি বারান্দা রয়েছে। মসজিদটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। যার ফলে এখানে জুম্মাসহ প্রত্যেক ওয়াক্তের নামাজ আদায় করা হয়।

No comments:

Post a Comment

 
back to top